হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বুড়িগঙ্গা ও তুরাগ থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার বুড়িগঙ্গা ও আদাবর থানার তুরাগ নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। আজ শুক্রবার দুপুর ও সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নৌ–পুলিশের বসিলা থানা ও আমিন বাজার থানা পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে। 

এ বিষয়ে নৌ–পুলিশ বসিলা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘কামরাঙ্গীরচর থানার বুড়িগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে খবর দেন স্থানীয়রা। উদ্ধার হওয়া মরদেহের নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা মরদেহ হিসেবে উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 
 
মোহাম্মদ আব্দুল হালিম আরও বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহটি বুড়িগঙ্গার কচুরিপনার মধ্যে উপুড় হয়ে ছিল। তাঁর পরনে সাদা শার্ট ও জিনস প্যান্ট রয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’ 

নৌ–পুলিশের আমিনবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুক্রবার বিকেলে আদাবর থানার তুরাগ হাউজিং এলাকায় তুরাগ নদীর পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে মরদেহটি নদীতে পড়েছে। ভাসতে ভাসতে এখানে এসেছে। আনুমানিক ৩০ বছর বয়সী এ অজ্ঞাত যুবকের মরদেহে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।’ 
 
শরীরে আঘাতের চিহ্ন আছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। প্রতিবেদন তৈরি করার পরে বলা যাবে।’ 

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন