হোম > সারা দেশ > ঢাকা

তারে ফয়েল পেপার আটকে দেড় ঘণ্টার বেশি বন্ধ মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝড়ো বাতাসের মধ্যে বৈদ্যুতিক তারে ফয়েল পেপার আটকে যাওয়ায় আজ দিনের শুরুতে দেড় ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করে অন্য উপায়ে গন্তব্যে যাওয়ার কথাও বলেন।

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী দিনের প্রথম ট্রেনটি যথাসময়ে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে এলেও ফার্মগেটে এসে আটকে যায়। বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে ফয়েল পেপার সরানোর পর সকাল ৮টা ৩৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় বলে এমআরটি পুলিশ জানিয়েছে।

আজ রোববার সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে দিনের প্রথম ট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন আজ হয়ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ট্রাফিক এল্যার্ট গ্রুপে পোস্ট করেন এই বিষয়ে। 

ডিএমটিসিএল সূত্রটি জানিয়েছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেন্যান্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে। 

জুবায়ের শুভ নামে একজন সকাল সাড়ে আটটায় লেখেন, ‘সকাল থেকে মেট্রোরেল বন্ধ।’ 

মাহাফুজুল করিম নামে একজন লেখেন, ‘মেট্রোরেল বন্ধ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।’ 

মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।’ 

সামাজিক যোগাযোগ মাধ্যমেই আবার অনেকেই পোস্ট করে জানান, সকাল ৮টা ৪৮ মিনিটে তারা স্টেশনে ট্রেন পেয়েছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট