হোম > সারা দেশ > ঢাকা

আমাদের টিকা উৎপাদনের সামর্থ্যে যথেষ্ট ঘাটতি আছে: ডা. সায়েদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ ভয়ানক বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি স্থগিত করেছে ভারত সরকার। ফলে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে দ্বিতীয় ডোজ সম্পন্ন করার জন্য রাশিয়া ও চীনের টিকা কেনার চিন্তাভাবনা করছে সরকার। রাশিয়া এরই মধ্যে তাদের টিকার ফর্মুলা দিতে চেয়েছে। কিন্তু কোভিডের টিকা উৎপাদনের জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কতোখানি প্রস্তুত তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। 

এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. সায়েদুর রহমানের কাছে জানতে চাওয়া হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, টিকা তৈরির সক্ষমতা এক সময় আমাদের ছিল। কিন্তু সরকারি উদ্যোগের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ আছে। বর্তমানে সামর্থ্যের যথেষ্ট ঘাটতি রয়েছে। 

তবে এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিছুটা এগিয়েছে উল্লেখ করে মো. সায়েদুর রহমান বলেন, অনেক কোম্পানি সেই সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু আন্তরিকতার অভাবে সরকারিভাবে তেমনটা দেখা যাচ্ছে না। 

বেসরকারি তিনটি প্রতিষ্ঠানের টিকা তৈরির কারখানা আছে জানিয়ে সায়েদুর রহমান বলেন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে। তারা এক সময় ছয় ধরনের টিকা উৎপাদন করত। রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানের উৎপাদিত টিকা দক্ষিণ এশিয়া থেকে গুটিবসন্ত নির্মূলে বিশেষ ভূমিকা রেখেছিল। সবশেষ তারা জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন করেছিল, তাও দশক পেরিয়ে গেছে। কিন্তু এরপর টিকা উৎপাদন করার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এখন বিদেশ থেকে টিকা এনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ব্যবহার করা হয়।

অনিয়ম, অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে সরকারি প্রতিষ্ঠানে টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। নিজেদের সক্ষম করে তোলার এখনই সবচেয়ে ভালো সময় বলেও মনে করছেন ডা. সায়েদুর রহমান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট