হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্কে’র আত্মপ্রকাশ

গাজীপুর প্রতিনিধি

সভাপতি মুহাম্মদ মনির হোসেন ও সাধারণ সম্পাদক এম. আসাদুজ্জামান সাদ। ছবি: সংগৃহীত

গাজীপুরে পরিবেশবিষয়ক সাংবাদিকতায় আগ্রহী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক’ আত্মপ্রকাশ করেছে। আজ সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা পরিবেশ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকেন। পরিবেশবিষয়ক অনেক সংগঠন এরই মধ্যে কাজ করছে। এই নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য হলো পরিবেশ আন্দোলনের সঙ্গে সাংবাদিকদের কার্যকর যোগসূত্র স্থাপন করা এবং আন্দোলনকে আরও গতিশীল করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো।

এনভায়রনমেন্টাল জার্নালিজম নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে ইতিপূর্বে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ আজ চূড়ান্ত কাঠামো প্রণয়নের জন্য সভা আয়োজন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক সময় কাগজের উপদেষ্টা সম্পাদক এবং ত্রৈমাসিক প্রকৃতি বার্তা ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মুহাম্মদ মনির হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকার গাজীপুর প্রতিনিধি এম আসাদুজ্জামান সাদ।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. আবুল হোসেন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং যায়যায়দিনের গাজীপুর প্রতিনিধি) এবং রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন এবং বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি)। যুগ্ম সম্পাদক: শিহাব খান (ঢাকা পোস্টের গাজীপুর প্রতিনিধি)। সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলামিন (নাগরিক টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি)।

অর্থ সম্পাদক: মো. রেজাউল করিম (প্রতিদিনের বাংলাদেশ এবং রাইজিংবিডির গাজীপুর প্রতিনিধি)। তথ্য ও গবেষণা সম্পাদক: সেলিম রানা (গ্লোবাল টেলিভিশন)। জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক: মো. নাইমুল ইসলাম (আজকের পত্রিকার টঙ্গী প্রতিনিধি)। দপ্তর সম্পাদক: জাহিদ হাসান (বাংলাদেশ কণ্ঠ)।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ, কাপাসিয়া প্রতিনিধি)। কার্যকরী সদস্য: মো. মাসুদ রানা (প্রথম আলো, গাজীপুর প্রতিনিধি) এবং আশরাফুল ইসলাম আইয়ুব (দৈনিক সংবাদ, কালীগঞ্জ প্রতিনিধি)।

এই প্ল্যাটফর্ম পরিবেশ বিষয়ক সাংবাদিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন