হোম > সারা দেশ > নরসিংদী

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি, গ্রাহকদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিজেদের বিনিয়োগের টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন ওই সমিতির গ্রাহকেরা। আজ শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকেরা বলেন, ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে ২০০ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক ব্যবসার প্রলোভন দেখানোয় বাড়তে থাকে গ্রাহকের সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে যায় সমিতির পরিচালনা পর্ষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহকেরা আরও বলেন, আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকেরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এ সময় সমিতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। 

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন ও হাবিবুর রহমান।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা