হোম > সারা দেশ > নরসিংদী

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি, গ্রাহকদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিজেদের বিনিয়োগের টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন ওই সমিতির গ্রাহকেরা। আজ শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকেরা বলেন, ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে ২০০ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক ব্যবসার প্রলোভন দেখানোয় বাড়তে থাকে গ্রাহকের সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে যায় সমিতির পরিচালনা পর্ষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহকেরা আরও বলেন, আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকেরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এ সময় সমিতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। 

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন ও হাবিবুর রহমান।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ