হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে যুবদল নেতার বাবাকে ‘পিটিয়ে হত্যার অভিযোগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকায় বাসায় ঢুকে যুবদলের এক নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। নিহতের নাম মিল্লাত মিয়া (৭০)। তিনি ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুর বাবা।

ফয়সাল মাহবুব মিজুর অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৬০ থেকে ৭০ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের বাসায় ঢুকে তাঁকে খুঁজছিলেন। তারা বাসার আসবাবপত্র এলোমেলো করে। পরে আমার ছোট চাচা শাহদাৎকে মারধর করে। এতে বাবা হামলাকারীদের বাধা দিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁকেও মারধর করে। বাবাকে উদ্ধার করে রাতেই আজগর আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আমি বাসায় ছিলাম না। পরবর্তীতে আমি পরিবারের সদস্যদের কাছে ঘটনা শুনেছি। 

এদিকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ওয়ারী থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহত মিল্লাত হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। তিনি অসুস্থ হয়ে মারা যান। তবে কেউ অভিযোগ দিলে পুলিশ অভিযোগ নিবে। 

কবির হোসেন বলেন, ‘নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।’ 

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বুধবার রাতেই গণমাধ্যমের কাছে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শোক জানায় বিএনপি। শোক বাণীতে বলা হয়েছে, মিল্লাত মিয়া ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুর বাবা।

বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ফয়সালের বাসায় প্রবেশ করে মারধর করে মিল্লাত মিয়াকে হত্যা করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন