হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে যুবদল নেতার বাবাকে ‘পিটিয়ে হত্যার অভিযোগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ওয়ারী এলাকায় বাসায় ঢুকে যুবদলের এক নেতার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। নিহতের নাম মিল্লাত মিয়া (৭০)। তিনি ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুর বাবা।

ফয়সাল মাহবুব মিজুর অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৬০ থেকে ৭০ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের বাসায় ঢুকে তাঁকে খুঁজছিলেন। তারা বাসার আসবাবপত্র এলোমেলো করে। পরে আমার ছোট চাচা শাহদাৎকে মারধর করে। এতে বাবা হামলাকারীদের বাধা দিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁকেও মারধর করে। বাবাকে উদ্ধার করে রাতেই আজগর আলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আমি বাসায় ছিলাম না। পরবর্তীতে আমি পরিবারের সদস্যদের কাছে ঘটনা শুনেছি। 

এদিকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ওয়ারী থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহত মিল্লাত হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। তিনি অসুস্থ হয়ে মারা যান। তবে কেউ অভিযোগ দিলে পুলিশ অভিযোগ নিবে। 

কবির হোসেন বলেন, ‘নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।’ 

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে বুধবার রাতেই গণমাধ্যমের কাছে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় শোক জানায় বিএনপি। শোক বাণীতে বলা হয়েছে, মিল্লাত মিয়া ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুর বাবা।

বিএনপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ফয়সালের বাসায় প্রবেশ করে মারধর করে মিল্লাত মিয়াকে হত্যা করা হয়েছে।

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা