হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্টে হাতাহাতি: বিএনপির ৬ আইনজীবীসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় ওই মামলা করেন।

মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, নূরে আলম সিদ্দিকী সোহাগ, কাইয়ুম, রাসেল আহমেদ, কামরুল ইসলাম ও সাগর হোসেনসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুসারে বুধবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সভার নামে বেআইনি সমাবেশ করে। সমাবেশ শেষে গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে বেশ কিছু আইনজীবী ও অজ্ঞাতনামা বহিরাগত সন্ত্রাসীরা সম্পাদকের কক্ষের দরজা এবং জানালায় আঘাত করে। সেই সঙ্গে সম্পাদকের কক্ষের সামনে উপস্থিত থাকা নজরুল ইসলাম প্রামাণিককে হত্যার উদ্দেশ্যে ধারালো ইস্পাতের তৈরি নামফলক দিয়ে উপর্যুপরি আঘাত করে। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা মোহাম্মদ হাফিজসহ কয়েকজন আইনজীবী এগিয়ে আসলে তারাও আঘাতপ্রাপ্ত হয়। 

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা সম্পাদক আব্দুন নূর দুলালের নেমপ্লেট খুলে ফেলেন। 

জানতে চাইলে গাজী কামরুল ইসলাম সজল বলেন, তারা (আওয়ামী লীগ) সরকারে আছে। তাই যে কোনো গল্প সাজিয়ে মিথ্যা মামলা করতেই পারে। আমরা আইনিভাবে এর মোকাবিলা করব। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট