হোম > সারা দেশ > ঢাকা

বমি করে ছিনতাইয়ের গুরু স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাসে যাত্রীবেশে উঠে বমি করে ছিনতাই করা চক্রের মূল হোতা স্বপন প্রকাশ ওরফে চোর স্বপনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানার ফার্মগেটে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগরের তেজগাঁও থানা-পুলিশ। 

এ সময় তার কাছ থেকে একটি ছুরি এবং ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত স্বপন ওই চক্রের গুরু ছিলেন। যারা কৃত্রিম উপায়ে বমি করে ছিনতাই করেন তাদের কাছে’ গুরু স্বপন’ নামে পরিচিত স্বপন। স্বপনের বাড়ি বরিশাল জেলার কাজিরহাট থানার সন্তোষপুর গ্রামে। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ফার্মগেটে একটি বাসে স্বপন তার আরও দুই সদস্য নিয়ে উঠেন। তারা সেখানে বমি করে ছিনতাইয়ের চেষ্টা করলে যাত্রীরা দেখে ফেলেন। এ সময় দুইজন পালালেও স্বপনকে আটক করা হয়। পরে পুলিশ আটক স্বপনের কাছ থেকে একটি ছুরি ও ৮০ হাজার টাকা উদ্ধার করে। 

তিনি আরও বলেন, স্বপন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের অভিযোগে ১০টি মামলা রয়েছে। তিনি একসময় চুরি করতেন। চুরির অভিযোগে বেশ কয়েকবার আটকও হন। এ কারণে গ্রামে সবাই চোর স্বপন নামেই চেনে। গ্রাম ছেড়ে ঢাকায় এসে তিনি ছিনতাই শুরু করেন। প্রথমে অন্য দলের সঙ্গে থাকলেও পরে নিজেই ছিনতাইয়ের দল তৈরি করেন। 

ওসি আরও বলেন, গ্রেপ্তার স্বপন নিজেই ‘বমি পার্টি’ নামে একটি ছিনতাই চক্র গড়ে তুলেন। তার দলের সদস্যরা বিভিন্ন বাসে ওঠেন। বাসে প্রথমে কৃত্রিম জটলা তৈরি করেন। এরপর কেউ একজন কৃত্রিম বমি করেন। বমি করার পর বাসের মধ্যে এক ধরনের হই-হুল্লোড় তৈরি হয়। সে সুযোগে এই গ্রুপের সদস্যরা যাত্রীর মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যান। তারা যে বমি করেন সেটা কৃত্রিম। চকলেট এবং পানির বিশেষ মিশ্রণে এই কৃত্রিম বমি করা হয়। কৃত্রিম এই বমি সবাই করতে পারে না। এই বমি করার ‘প্রশিক্ষণ’ দেন স্বপন। তাই তাকে এই ধরনের ছিনতাইকারী দলের সদস্যরা গুরু স্বপন নামেই ডাকেন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫