হোম > সারা দেশ > ঢাকা

জামিন মেলেনি বিএনএস গ্রুপের বুলুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থপাচার মামলায় বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর জামিন স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেন। ফলে আরও ২ মাস কারাগারে থাকতে হবে বুলুকে। 

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, গত ১৬ নভেম্বর আত্মসমর্পণ করলে বুলুর জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট তাঁকে জামিন দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতির আদালত জামিন স্থগিত করেন। সেই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ আগস্ট বনানী থানায় অর্থপাচার আইনে এ মামলা করে সিআইডি। এ ছাড়া ২০১৮ সালের ৭ অক্টোবর ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বুলুর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ১০৯ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯৮১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ২৪ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯