রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে এখনও সহযোগীদের নাম জানা যায়নি।
আজ বুধবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মনির হোসেন ও তার ৩ সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ নভেম্বর রাতে বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে অনাবিল পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কমপক্ষে ১০টি বাসে আগুন দেওয়া হয়। পরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে হাতিরঝিল থানা একটি ও রামপুরা থানায় একটি মামলা করে।