হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির মাংস নিতে গিয়ে পদদলিত হয়ে কিশোর নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কোরবানির মাংস নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তাসংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত আকাশের পিতার নাম ঠান্ডা মিয়া। সে পেশায় একজন রিকশাচালক এবং চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যানবাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল মিয়া এ বছর কোরবানিতে ৯টি গরু কেনেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো জবাই করেন। পরে বিকেলে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভেতরে ঢোকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। এ ছাড়া আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে বেশ কয়েকটি শিশুকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে। বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন