হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির মাংস নিতে গিয়ে পদদলিত হয়ে কিশোর নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কোরবানির মাংস নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক কিশোর নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তাসংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত আকাশের পিতার নাম ঠান্ডা মিয়া। সে পেশায় একজন রিকশাচালক এবং চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যানবাড়ি এলাকার দিবা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল মিয়া এ বছর কোরবানিতে ৯টি গরু কেনেন। গতকাল মঙ্গলবার সকালে সেগুলো জবাই করেন। পরে বিকেলে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভেতরে ঢোকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয়। এ ছাড়া আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ বিষয়ে মিটফোর্ড হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে বেশ কয়েকটি শিশুকে কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একটি ছেলে মারা গেছে। বাকি কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত ছেলেটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে তাদের এ অবস্থা হয়েছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজামান জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট