হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ি নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন রূপ বানু (৬৫) ও মৌসুমী (২৭)। তাঁরা সম্পর্কে বউ-শাশুড়ি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মৌসুমীর সাত বছরের মেয়ে মোহনা। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রূপ বানু মারা যান। গুরুতর আহত অবস্থায় মৌসুমী ও শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

নিহত ব্যক্তির নিকটাত্মীয় সোহেল জানান, ‘আমার বোনের শাশুড়ি, বোনের জা ও তাঁর শিশুসন্তান মিটফোর্ড হাসপাতালে সকালে করোনা টিকা দেওয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে সিএনজিতে করে হাসনাবাদ পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোনের শাশুড়ি মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল নেওয়ার পথে বোনের জা মারা যান। পরে তাঁর শিশুসন্তানকে আদ দীন হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাটির অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।’ 

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনে সেখানে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন