হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ি নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন রূপ বানু (৬৫) ও মৌসুমী (২৭)। তাঁরা সম্পর্কে বউ-শাশুড়ি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মৌসুমীর সাত বছরের মেয়ে মোহনা। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রূপ বানু মারা যান। গুরুতর আহত অবস্থায় মৌসুমী ও শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

নিহত ব্যক্তির নিকটাত্মীয় সোহেল জানান, ‘আমার বোনের শাশুড়ি, বোনের জা ও তাঁর শিশুসন্তান মিটফোর্ড হাসপাতালে সকালে করোনা টিকা দেওয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে সিএনজিতে করে হাসনাবাদ পৌঁছে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোনের শাশুড়ি মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল নেওয়ার পথে বোনের জা মারা যান। পরে তাঁর শিশুসন্তানকে আদ দীন হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাটির অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে।’ 

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনে সেখানে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির