হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তাকে ঘুষ সাধা সেই ভিক্ষুককে ৬ মাস থাকতে হবে পুনর্বাসন কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে চলমান ভিক্ষুক বিরোধী অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন। সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ভিক্ষুক বিরোধী এ অভিযান চালায়।

এর আগে গতকাল বুধবার গুলশান-২ থেকে অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল। 

এদিকে গতকাল বুধবার কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া ভিক্ষুক তারা মিয়াকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, তারা মিয়া খুব চতুর লোক। ভিক্ষার সময় কর্মকর্তাদের নানা বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন। এছাড়া প্রতারণার উদ্দেশ্যে বেশ কিছু পাসপোর্টের কাগজও তিনি সঙ্গে রাখতেন। এ সময় তিনি এক হাজার টাকা অফার করেন। লাগলে আরও দেবেন বলেও জানান। তাঁর এসব চতুর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাঁকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। 

চন্দন কুমার মিত্র আরও জানান, বৃহস্পতিবারের অভিযানে ১৮ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের সবাইকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের সবাইকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছে। যাকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে তাঁকে এর আগেও একবার ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। 

পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে। 

আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদ এলাকায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক