হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তাকে ঘুষ সাধা সেই ভিক্ষুককে ৬ মাস থাকতে হবে পুনর্বাসন কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে চলমান ভিক্ষুক বিরোধী অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন। সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ভিক্ষুক বিরোধী এ অভিযান চালায়।

এর আগে গতকাল বুধবার গুলশান-২ থেকে অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল। 

এদিকে গতকাল বুধবার কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া ভিক্ষুক তারা মিয়াকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, তারা মিয়া খুব চতুর লোক। ভিক্ষার সময় কর্মকর্তাদের নানা বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন। এছাড়া প্রতারণার উদ্দেশ্যে বেশ কিছু পাসপোর্টের কাগজও তিনি সঙ্গে রাখতেন। এ সময় তিনি এক হাজার টাকা অফার করেন। লাগলে আরও দেবেন বলেও জানান। তাঁর এসব চতুর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাঁকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। 

চন্দন কুমার মিত্র আরও জানান, বৃহস্পতিবারের অভিযানে ১৮ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের সবাইকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের সবাইকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছে। যাকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে তাঁকে এর আগেও একবার ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। 

পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে। 

আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদ এলাকায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা