হোম > সারা দেশ > ঢাকা

কর্মকর্তাকে ঘুষ সাধা সেই ভিক্ষুককে ৬ মাস থাকতে হবে পুনর্বাসন কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে চলমান ভিক্ষুক বিরোধী অভিযানে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনিন। সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ভিক্ষুক বিরোধী এ অভিযান চালায়।

এর আগে গতকাল বুধবার গুলশান-২ থেকে অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছিল। 

এদিকে গতকাল বুধবার কর্মকর্তাদের ঘুষ দিতে চাওয়া ভিক্ষুক তারা মিয়াকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, তারা মিয়া খুব চতুর লোক। ভিক্ষার সময় কর্মকর্তাদের নানা বিভ্রান্তমূলক তথ্য দিয়েছেন। এছাড়া প্রতারণার উদ্দেশ্যে বেশ কিছু পাসপোর্টের কাগজও তিনি সঙ্গে রাখতেন। এ সময় তিনি এক হাজার টাকা অফার করেন। লাগলে আরও দেবেন বলেও জানান। তাঁর এসব চতুর ও প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাঁকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। 

চন্দন কুমার মিত্র আরও জানান, বৃহস্পতিবারের অভিযানে ১৮ জনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। তাঁদের সবাইকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের সবাইকে ১৫ দিন থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত আটকাদেশ দেওয়া হয়েছে। যাকে ৬ মাসের আটকাদেশ দেওয়া হয়েছে তাঁকে এর আগেও একবার ১৫ দিনের আটকাদেশ দেওয়া হয়েছিল। 

পুনর্বাসন কেন্দ্রে থাকার সময় স্বাবলম্বী হওয়ার জন্য তাঁদের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে। 

আগামীকাল শুক্রবার গুলশানের আজাদ মসজিদ এলাকায় অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত