হোম > সারা দেশ > ঢাকা

চটপটি বিক্রেতার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার এ ঘটনা ঘটে।

আটককৃত মো. ইউসুফ (৩৮) গাজীপুর জেলা কালিগঞ্জ থানার হরিদাসপুর গ্রামের রফিকুলের ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে চটপটি বিক্রি করতেন।

জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা দিনমজুর এবং মা পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। বাবা-মা কাজের জন্য চলে গেলে পাশের বাসার অন্য শিশুদের সঙ্গে দুপুরে খেলতে যায়। এ সময় ইউসুফ জোর করে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী শিশুটি চিৎকার করলে, ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন তিনি।

এরপর মা-বাবা কাজ থেকে বাসায় আসলে এসব কথা শুনে সন্ধ্যায় ইউসুফের কাছে বিষয়টি জানতে যান। এ সময় ওই এলাকার সোহাগসহ কয়েকজন মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরই একপর্যায়ে স্থানীয় কেউ একজন ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে ইউসুফকে আটক করে আশুলিয়া থানা-পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সুব্রত রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে