রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মো. ইয়াসিন (৩৩) ও জিতু (৩৩)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে নাহিদ নামের এক যুবক তাঁদের দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাঁদের কাছ থেকে জানা যায়, পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসীর পাশে ৬ তলা একটি বাড়ির ৩ তলায় কয়েকজন মিলে মেস করে থাকতো তাঁরা। রাত ৮টার দিকে তাঁদের রুমে বিস্ফোরণ ঘটে। এতে ২ জন দগ্ধ হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ ও জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।
সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে টয়লেটের পাইপে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরণে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি।