হোম > সারা দেশ > ঢাকা

‘ফেসবুক যোদ্ধা না হয়ে রাজপথে আসুন’, জবির ছাত্রী হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাইকিং

জবি সংবাদদাতা 

চলমান কোটা সংস্কার আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সামনে গিয়ে মাইকিং করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে অনেকে নারী শিক্ষার্থীদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। 

আজ বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট অবরোধ করে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন। তাঁরা সামনের দিনগুলোতে ছাত্রীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য মাইকিং করে আহ্বান জানান। 

মাইকে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, `আপনারা কেউ কেউ ফেসবুকে অনেক বড় বড় কথা লেখেন কিন্তু রাজপথে কাউকে পাওয়া যায় না। আমরা আশা করব, আপনারা ফেসবুক যোদ্ধা না হয়ে রাজপথ যোদ্ধা হবেন। আগামী দিনে রাজপথে নেমে আসবেন।' 

এরপরই কয়েকজন শিক্ষার্থী হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশ করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনের নেতৃত্ব দেওয়া জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি বলতে পারব না। আমি জেনে পরে জানাতে পারব।’ 

হলটির এক আবাসিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, আন্দোলন যাওয়া না যাওয়া একজনের ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে তো আন্দোলন নিয়ে যাওয়া যায় না।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট