হোম > সারা দেশ > ঢাকা

ভিসা–পাসপোর্ট ছাড়াই বিমানে উঠে পড়ে শিশু, পরে পুলিশের জিম্মায়

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

নয়-দশ বছরের শিশু জুনায়েদ হোসেন মোল্লা। সে ভিসা-পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। কেবিন ক্রু তাকে সিটে বসতেও দেয়। কিন্তু পরে তার কাছে ভিসা-পাসপোর্ট পাওয়া না গেলে অ্যাভিয়েশন সিকিউরিটি তাকে বিমান থেকে নামিয়ে পুলিশের জিম্মায় দেয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক মিঞা আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ওই সময়ই নয়-দশ বছরের একটি শিশুকে বিমানের করিডরে হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে বিমানের কেবিন ক্রু তাকে সিটে বসার পরামর্শ দেয়। শিশুটি তখন সিটে বসে পড়ে।

ওই সময়ে জানা যায়, শিশুটির ভিসা-পাসপোর্ট কিংবা বোর্ডিং পাস কিছুই তার সঙ্গে নেই। এমনকি শিশুটি ওই বিমানের যাত্রীও নয়। পরে অ্যাভিয়েশন সিকিউরিটি (কর্তৃপক্ষ) শিশুটি বিমানবন্দর থানা-পুলিশের জিম্মায় দেয়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, বিমানে উঠে যাওয়া নয়-দশ বছর বয়সী শিশুটিকে এভসেক কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় সোপর্দ করেছে। শিশুটির নাম জুনায়েদ হোসেন মোল্লা। তার বাড়ি গোপালগঞ্জে। 

ওসি আজিজ বলেন, শিশুটির বাড়িতে খবর দেওয়া হয়েছে। তার স্বজনেরা থানায় আসছেন। আসলে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এ বিষয়ে জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ব্রোক ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁকে এসএমএস পাঠালেও তিনি সাড়া দেননি।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভিসা-পাসপোর্ট ছাড়া একটি শিশু উড়োজাহাজে উঠে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ