হোম > সারা দেশ > ঢাকা

আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দক্ষিণ বাশাঁটি চন্ডিপাশা এলাকায় দীর্ঘদিন ধরে বসত বাড়ির দুই কক্ষে অবৈধভাবে আতশবাজির কারখানা চলছিল। এই কারখানায় কাজ করতে গিয়ে বিস্ফোরণের দুই নারী নিহতের ঘটনায় কারখানা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতের নাম বোরহান উদ্দিন (৫০)।

আজ শনিবার দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। 

এসএসপি মুক্তা ধর জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দক্ষিণ বাশাঁটি চন্ডিপাশা এলাকায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৬টায় আতশবাজি তৈরির সময় বারুদ ও কেমিক্যালে হঠাৎ বিস্ফোরিত হয়ে কারখানার দুই নারী শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকেরা হলেন নাছিমা আক্তার (৩০), আফিয়া খাতুন (৪৫)। এই ঘটনায় নান্দাইল থানায় বিস্ফোরক আইনে বোরহানকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বোরহান উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আতশবাজি তৈরির বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থসহ নানা ধরনের উপকরণ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতের বরাত দিয়ে মুক্তা ধর জানান, বোরহান উদ্দিন ১৫ থেকে ২০ বছর ধরে কারখানায় অবৈধভাবে আতশবাজি তৈরি করে আসছিল। এক সময়ে নিজেই আতশবাজি বানানোর কাজ করতেন। প্রথমে ছোট পরিসরে হলেও পরবর্তীতে বড় করেন কারখানা। বোরহানের কারখানায় ছোট ছোট চকলেট বাজি, তারাবাতি, পটকা ইত্যাদি তৈরি করে স্থানীয় বিভিন্ন বাজার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিল। আতশবাজি তৈরির জন্য ঢাকার চকবাজার থেকে কাঁচামাল সংগ্রহ করত। কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য পালাক্রমে ৫০ জন শ্রমিক কাজ করত। কারণ নারী শ্রমিকদের কম টাকায় কাজ করানো যেতো বলে বেশির ভাগ নারীদের নিয়োগ দিতেন বোরহান। গত ২০ এপ্রিল ভোরে আতশবাজি তৈরির সময় দুই নারী শ্রমিক আতশবাজির বিস্ফোরণে আহত হয়ে মারা যান। বিস্ফোরণের তীব্রতায় কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। দেয়াল খণ্ডবিখন্ড হয়ে ভেঙে পড়ে। এ ছাড়া কারখানার আসবাবপত্র ধ্বংস হয়। ঘটনার পর অভিযান চালিয়ে পলাতক কারখানা মালিক বোরহানকে গ্রেপ্তার করে সিআইডি। 

নিহত নারী শ্রমিক আফিয়া খাতুন (৪৫) খাতুনের স্বামী ব্যবসা করেন। নাছিমা আক্তার (৩০) স্বামী পেশায় অটোরিকশা চালক। তাঁর ৯ মাস বয়সী একটি শিশু রয়েছে। 

গত ১৫ থেকে ২০ বছর ধরে আতশবাজির কারখানা চালিয়ে আসছিল বোরহান। এর মধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিলে কি না জানতে চাইলে মুক্তা ধর বলেন, শুক্রবার শেষ রাতে বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানা যাবে তাঁর সঙ্গে আর কে কে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়টিও জানার চেষ্টা করা হবে। পাশাপাশি মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তার বোরহানের বিরুদ্ধে আরও দুটি মামলার তথ্য পেয়েছে সিআইডি।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ