সারা দেশে বিরোধী ও ভিন্নমত দমন, নিপীড়ন, হুমকি, মামলা ও হয়রানির প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল করেছে গণ অধিকার পরিষদ। মিছিল শেষে তাঁরা পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
আজ শনিবার সকাল ১১টায় পল্টনের জামান টাওয়ার কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। মৌন মিছিলটি জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে পুরোনো পল্টনে এসে শেষ হয়। মৌন মিছিল বলা হলেও মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
পল্টন মোড়ে দলটির নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা সম্প্রতি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সমাবেশের কারণে পল্টন এলাকায় দেখা দিয়েছে যানজট।