হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-৫: নৌকা-ট্রাকের হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-৫ আসনে ভোটের ফলাফলে নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতীক) হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ১৮৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম। 

এর মধ্যে নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৩ হাজার ২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা পেয়েছেন ৩ হাজার ১৭৩ ভোট। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা এই আসনের চারবারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮,৪৯, ৫০,৬০, ৬১,৬২, ৬৩,৬৪, ৬৫,৬৬, ৬৭,৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ১৮৭টি। 

এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিনজন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন। 

এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্না এবং ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা সজলের কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা নিয়ে এক নারীর ফেইসবুক লাইভের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট