হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না: মানিকগঞ্জ জেলা প্রশাসক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, ‘কাউকে ঠকানো যাবে না। ঠকালে শাস্তি পেতে হবে। কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না। ভোক্তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, খোলা পণ্যের দাম ও তালিকা প্রদর্শন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল পণ্যের সঙ্গে রাখা অনিয়ম। খাদ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেকারিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে, এসব বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু