হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না: মানিকগঞ্জ জেলা প্রশাসক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বলেন, ‘কাউকে ঠকানো যাবে না। ঠকালে শাস্তি পেতে হবে। কাউকে ঠকালে পরকালে ভালো থাকতে পারবেন না। ভোক্তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।’

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে ব্যবসায়ী ও ভোক্তাদের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, খোলা পণ্যের দাম ও তালিকা প্রদর্শন করতে হবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য মূল পণ্যের সঙ্গে রাখা অনিয়ম। খাদ্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেকারিতে ক্ষতিকর রং মেশানো হচ্ছে, এসব বিষয়ে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা