হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে টেলিফোনের সংযোগ নেই দুই বছর, তবুও দিতে হয় বিল

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সদরপুর উপজেলার গ্রাহকদের ভোগান্তি চরমে উঠেছে। দীর্ঘ দুই বৎসর যাবৎ টেলিফোনের সংযোগ বন্ধ থাকলেও গ্রাহকদের প্রতি মাসে বিল গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

জানা গেছে, ফরিদপুরের সদরপুর উপজেলায় মোট ৬৮টি টেলিফোন সংযোগ রয়েছে। এর মধ্যে চালু রয়েছে মাত্র ১২ টি। বাকি ৫৬টি টেলিফোনের সংযোগ বন্ধ রয়েছে দীর্ঘ দুই বৎসর যাবৎ। অথচ প্রতি মাসেই ১৭৩ টাকা করে বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। ভোগান্তির এখানেই শেষ নয়, সদরপুর উপজেলায় টেলিফোনের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে গ্রাহকদের বিল দিতে হচ্ছে জেলা শহরে গিয়ে। এ যেন মরার ওপর খরার ঘা। 

সদরপুর উপজেলার আটরশি গ্রামের বিটিসিএলের গ্রাহক সিরাজ মোল্লা বলেন, ‘আমাদের টেলিফোনের সংযোগ বন্ধ রয়েছে দীর্ঘ দুই বৎসর যাবৎ। নেই টেলিফোনের তার, নেই অফিসের জনবল। অথচ প্রতি মাসেই ১৭৩ টাকা করে বিল আসছে। আবার সেই বিল দিতে হয় ফরিদপুরে গিয়ে। এতে আমরা ডবল ভোগান্তির শিকার হচ্ছি। অথচ এর কোনো প্রতিকার হচ্ছে না। সদরপুরে বিটিসিএলের অফিস না থাকায় আমরা অভিযোগ করারও জায়গা পাচ্ছি না।’ 

বিটিসিএলের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত এক্সচেঞ্জে কতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সেটাও জানেন না কেউ। উক্ত অফিসের লাইনম্যান নওয়াব আলীকে মাঝে মধ্যে দেখা গেলেও আর কাউকেই দেখা যায় না। 

খোঁজ নিয়ে জানা গেছে, এখানে কর্মরত স্টাফ রয়েছে ৪ জন। তবে অফিসে কার্যক্রম না থাকার কারণে বাকিরা নিয়মিত অফিসে আসেন না বলে জানা গেছে। এ ছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সদরপুর উপজেলা শাখা অফিসের সাইনবোর্ড না থাকার কারণে দেখে বোঝার উপায় নেই যে সেটা কিসের অফিস। অফিস আছে কিন্তু কাজ নেই, বিল আসছে প্রতি মাসে কিন্তু তার নেই, নেই সংযোগ। তারপরেও প্রতি মাসে দিতে হচ্ছে টেলিফোন বিল। গ্রাহকদের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন বিটিসিএলের গ্রাহকেরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭