হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খননে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন। 

কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন