হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খননে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন। 

কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু