টাইমস্কেল নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ হাজার ৭২০ শিক্ষকের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
২০১৩-২০১৪ সালে জাতীয়করণকৃত প্রাথমিকের শিক্ষকদের টাইমস্কেলের সুবিধা ফেরত দিতে পরিপত্র জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। পরে তা চ্যালেঞ্জ করে রিট করেন শিক্ষকেরা। হাইকোর্ট পরিপত্র স্থগিত করে রুল জারি করলেও পরে তা খারিজ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন শিক্ষকেরা, যা সোমবার খারিজ করা হলো।
আদালতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।