হোম > সারা দেশ > টাঙ্গাইল

আত্মীয়ের জানাজায় যাওয়া হলো না সাইফুলের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আত্মীয়ের জানাজায় অংশ নিতে বের হয়েছিলেন সাইফুল (২৮)। কিন্তু পথেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের শিয়ালকোল এলাকার ভূঞাপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার মৃত কোরবান আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী উপজেলা ঘাটাইলে সাইফুলের এক আত্মীয় মারা যায়। সকালে তাঁর জানাজায় অংশগ্রহণ করতে সাইফুল মোটরসাইকেলে সেখানে যাচ্ছিল। পথে শিয়ালকোল এলাকার একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে স্টেশন ত্যাগ করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

এতে সাইফুল ছিটকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব মিয়া বলেন, ‘দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন