হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে রুল জারির ১১ বছর পর আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রায় দেন। রায়ে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়।  

রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করলে ২০১২ সালের ৮ নভেম্বর রুল জারি করেন হাইকোর্ট। যা দীর্ঘদিন পর শুনানি শেষে রায় দেওয়া হয়। এছাড়া এই মামলাটি আদালত চলমান হিসেবে রেখেছেন বলে জানান তিনি। 

রায়ের নির্দেশনা: 
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের তদন্ত এবং জড়িত কর্মকর্তা, ঠিকাদারদের তালিকা তৈরি করে ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করবেন। 

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সংশ্লিষ্ট সকলের নিকট নির্দেশনা জারি করতে বলা হয়েছে। যাতে অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গ্যাস আইনের ১০, ১২ এবং ১৯ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। 

অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া ঠিকাদারদের লাইসেন্স বাতিল করতে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে। যেখানে বুয়েটের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি থাকবেন। কমিটিকে বলা হয়েছে ২০১২ সাল থেকে কী পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হয়েছে তার পরিমাণ অর্থে নির্ধারণ করতে। আর অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ওই অর্থ অবৈধ গ্যাস ব্যবহারকারী ভোক্তাদের নিকট থেকে আদায় করতে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে