মাদারীপুর প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-০২ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকার প্রতীকের প্রার্থী শাজাহান খান। তিনি ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম নুরুজ্জামান। তিনি পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট।
আজ রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
মাদারীপুর-০২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৬১৮ জন।