হোম > সারা দেশ > ঢাকা

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরায় আ.লীগের মিছিল। ছবি: আজকের পত্রিকা

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ–মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর রেলগেটসংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এ বিক্ষোভ–মিছিল করা হয়।

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ–মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নেতৃত্ব দিচ্ছেন।

বিক্ষোভ–মিছিলে স্লোগানে স্লোগানে বলা হয়, ‘জয় বাংলা, জয় বঙ্গুবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, কসাইবাড়ি-বিমানবন্দর সড়কে সকাল সোয়া ৬টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। মিছিলটি দুই-তিন মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছেন তাঁরা।

ওসি তাসলিমা বলেন, ‘আমরা বিক্ষোভ–মিছিলকারীদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

অপরদিকে র‍্যাব-১–এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিক্ষোভ–মিছিলটি র‍্যাব-১–এর আশপাশে হয়নি। সেটি কাওলারের নির্জন এলাকায় হয়েছে।

এদিকে আওয়ামী লীগের বিক্ষোভের কারণে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার কারণে আজ বিকেলে ‘জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাটিতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে’ উত্তরার বিএনএস সেন্টারে আরেকটি বিক্ষোভ–মিছিলের আয়োজন করা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে