হোম > সারা দেশ > ঢাকা

রমনায় কর কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাসা থেকে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তাঁর নাম কামরুন নাহার (৪৪)। আজ সোমবার বেলা তিনটার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া স্বামী রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩-এর কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, পরিবার নিয়ে রমনা ইস্টার্ন হাউজিংয়ে একটি বাড়ির তৃতীয় তলার থাকেন। তাঁদের পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

আবুল কালাম আজাদ আরও জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। দুই মেয়ে কলেজে ছিল। চার বছরের একমাত্র ছেলে বাসায় ছিল। চার বছরের ছেলের ফোন পেয়ে বাসায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী কামরুন নাহার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গৃহবধূর স্বামী আবুল কালাম আজাদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী রোগাক্রান্ত ছিলেন। এসব কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই গৃহবধূকে তাঁর স্বামী রাজস্ব কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের জন্য থানা-পুলিশকে জানানো হয়েছে। 

সরকারি কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল রয়েছে। থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু