হোম > সারা দেশ > ঢাকা

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সশস্ত্র বাহিনী: আইএসপিআর পরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেছেন, ‘আমাদের সকলের কাজের উদ্দেশ্য দেশের কল্যাণ। দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি উন্নত জাতি গঠনে সশস্ত্র বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।’ 

গত রোববার দিবাগত রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) আয়োজিত ‘ডিজাব নাইট-২০২১’ অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক এ কথা বলেন। 

ডিজাব সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের। এতে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজাব নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিজাবের সদস্য এবং ডিজাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আইএসপিআর পরিচালক বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমানবাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সশস্ত্র বাহিনী রাষ্ট্রকে বহিঃশত্রূর আক্রমণ থেকে নিরাপদ রাখা, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। তাই সশস্ত্র বাহিনীর বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীলতার। অপরদিকে গণমাধ্যমও দেশের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সশস্ত্র বাহিনীর সঙ্গে গণমাধ্যমের সব সময়ই একটি নিবিড় সম্পর্ক বিরাজ করে। এই সম্পর্ক আরও জোরদার ও মজবুত করতে হবে। এ ক্ষেত্রে আইএসপিআর এবং ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একসঙ্গে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ