হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ছাত্রদলের মিছিলে সাংবাদিককে হত্যার হুমকি: প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে সাংবাদিকদের বিক্ষোভ, মানববন্ধন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শ্রীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এ কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবার রাতে ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী শ্রীপুর থানা ভবন এলাকায় প্রকাশ্য মিছিলে স্থানীয় সাংবাদিক মোজাহিদকে হত্যার স্লোগান দেন।

ছাত্রদলের সেদিনের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা স্লোগানে বলেন, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাংবাদিক এম এম ফারুক, আব্দুল লতিফ মাস্টার, আবুল কালাম আজাদ, ফজলে মমিন আকন্দ, শাহান সাহাবুদ্দিন, ফয়সাল খান, মোতাহার খান, রাতুল মন্ডল, সফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুল হাসান প্রমুখ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

এর আগে গত মঙ্গলবার সকাল-সন্ধ্যা শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলে। সেখানে টাকার বিনিময় লোকজনকে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ছবি তোলার সুযোগ করে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। সাংবাদিক মোজাহিদ এ ঘটনার ভিডিও প্রকাশ করেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। তাতে ক্ষুব্ধ হন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বৃহস্পতিবার রাতে শ্রীপুরে মিছিল করেন তাঁরা।

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে