হোম > সারা দেশ > ঢাকা

সরকারের জয়ের গান গাইব: সংসদে জাপার এমপি হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আধুনিক বাংলাদেশ হয়েছে। এ কথা আমাদের স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও সত্যের গান গাইব। জয়ের গান গাইব। 

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের পর বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 

সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে রুহুল আমিন বলেন, মহামান্য রাষ্ট্রপতিও উৎকণ্ঠার মধ্যে আছেন। রাষ্ট্রপতি ভেবেছেন বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কঠিন সময় অতিক্রম করতে হবে। সবকিছু এখানে ভালো। কিন্তু দুর্নীতি নির্মূল করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা নিতে হবে। 

দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। বিরোধী দল হিসেবে বলব-এভাবে দেশের টাকা বিদেশে চলে যায়। আর আমরা এখানে নীরব থেকে অনারিয়াম নিচ্ছি-এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জাপার এমপি বলেন, বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য হলে নির্বাচন সুষ্ঠু হত না। যারা প্রস্তুত ছিল নির্বাচন ভন্ডুল করবে। তারা করল না। তাদের যে বিবেকের বিষয়। চিন্তা করল-না, ধ্বংসের পথে যাব না। তাদেরকে বলব ভবিষ্যতে এই সংসদে আসেন। একটি শান্তির নীড় আমরা তৈরি করি এই সংসদকে। যেখানে জাতীয় সমস্যার আমরা সমাধান করব। 

ছয়বার সংসদে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ছয়বার সংসদে এসেছি। সরকারে থাকলে হয়তো একটু বেশি কাজ করা যায়। কিন্তু জোটে থাকলেও কম করা যায় না। আমরা এক যোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি না কী? আমি এ ব্যাপারে কিছু বলব না। আমরা চেয়ারম্যান জি এম কাদের সাহেবের নেতৃত্ব বিরোধী দলে আছি। 

রুহুল আমিন হাওলাদার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হয়। তাহলে দেশের উন্নয়ন হয়। দেশের শান্তি থাকে। স্থিতিশীলতা থাকে। মানুষের নিরাপত্তা থাকে। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নতশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি