হোম > সারা দেশ > ঢাকা

সরকারের জয়ের গান গাইব: সংসদে জাপার এমপি হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বাংলাদেশ পরিবর্তন হয়েছে। আধুনিক বাংলাদেশ হয়েছে। এ কথা আমাদের স্বীকার করতে হবে। বিরোধী দলে থেকেও সত্যের গান গাইব। জয়ের গান গাইব। 

আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের পর বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 

সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে রুহুল আমিন বলেন, মহামান্য রাষ্ট্রপতিও উৎকণ্ঠার মধ্যে আছেন। রাষ্ট্রপতি ভেবেছেন বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কঠিন সময় অতিক্রম করতে হবে। সবকিছু এখানে ভালো। কিন্তু দুর্নীতি নির্মূল করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা নিতে হবে। 

দুর্নীতিবাজকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশের বাইরে এত টাকা চলে গেছে। বিরোধী দল হিসেবে বলব-এভাবে দেশের টাকা বিদেশে চলে যায়। আর আমরা এখানে নীরব থেকে অনারিয়াম নিচ্ছি-এটা হতে পারে না। সংসদ সদস্যদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জাপার এমপি বলেন, বিশৃঙ্খলা, অরাজকতা, সন্ত্রাস ও নৈরাজ্য হলে নির্বাচন সুষ্ঠু হত না। যারা প্রস্তুত ছিল নির্বাচন ভন্ডুল করবে। তারা করল না। তাদের যে বিবেকের বিষয়। চিন্তা করল-না, ধ্বংসের পথে যাব না। তাদেরকে বলব ভবিষ্যতে এই সংসদে আসেন। একটি শান্তির নীড় আমরা তৈরি করি এই সংসদকে। যেখানে জাতীয় সমস্যার আমরা সমাধান করব। 

ছয়বার সংসদে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা ছয়বার সংসদে এসেছি। সরকারে থাকলে হয়তো একটু বেশি কাজ করা যায়। কিন্তু জোটে থাকলেও কম করা যায় না। আমরা এক যোগে আছি। জোটে ছিলাম। এখন জোটের কাছাকাছি না কী? আমি এ ব্যাপারে কিছু বলব না। আমরা চেয়ারম্যান জি এম কাদের সাহেবের নেতৃত্ব বিরোধী দলে আছি। 

রুহুল আমিন হাওলাদার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একযোগে কাজ করতে হয়। তাহলে দেশের উন্নয়ন হয়। দেশের শান্তি থাকে। স্থিতিশীলতা থাকে। মানুষের নিরাপত্তা থাকে। বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নতশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি