হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে বাইককে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল বাস, এতেই আগুন ধরে যায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাংকে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভালেও বাসটিকে রক্ষা করতে পারেনি তারা। আজ শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। তবে বাসটিকে রক্ষা করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শী একজন ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাংকের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত বাসটি জে কে এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির। বাসটি ঢাকা-শেরপুর চলাচল করে। 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি শেরপুর থেকে এসে বনানী হয়ে মহাখালীর দিকে যাচ্ছিল। বনানী ফ্লাইওভার থেকে বাসটি যখন নামছিল, তখন একটি মোটরসাইকেল ইউটার্ন নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে যায়। মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে যান। বাসটি তখন মোটরসাইকেলটি নিয়ে অনেক দূর চালিয়ে যায়। এতে সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ