হোম > সারা দেশ > ঢাকা

ঈদ আনন্দ সঙ্গী করে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর স্টেশনে নামছেন ঢাকা ফেরা যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। ঈদ আনন্দের রেশ এখনো রয়ে গেছে মানুষের মনে। এই আনন্দ সঙ্গী করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়না নিয়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। ব্যাগভর্তি জিনিসপত্র আর মুখে ঈদ আনন্দের হাসি নিয়েই ফিরছেন সবাই।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেন ও বাসগুলো এখন যাত্রীতে ঠাসা। অনেকের এখনো ছুটি থাকলেও ভিড় এড়াতে আগেই চলে আসছেন। ফলে এখন চলছে কর্মস্থলে ফেরার স্রোত।

ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেন ধরে আসা যাত্রীদের চোখেমুখে ক্লান্তি থাকলেও ঈদের আনন্দ যেন সেই ক্লান্তিকে ছাপিয়ে গেছে। ব্যাগে মায়ের হাতের রান্না, আত্মীয়ের দেওয়া নানা খাবার—সবই যেন এক টুকরো ভালোবাসা নিয়ে এসেছে শহরে।

চট্টগ্রাম থেকে আসা বেসরকারি চাকরিজীবী মাহবুবুল হক বলেন, সারা বছর অপেক্ষা করি এই কয়দিনের জন্য। পরিবার-পরিজনের সঙ্গে কাটানো সময়টা খুব আনন্দময় ছিল। এখন আবার বাস্তবতায় ফেরা।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

তবে আজ বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল; আটকা পড়েছিল চারটি ট্রেন। এতে কমলাপুরে রাজশাহীগামী ট্রেন আসছে বিলম্বে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এই বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বলেন, রাজশাহীর চারঘাটের কাছে নন্দনগাছি স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। পরে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এখন ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে লঞ্চঘাটেও দক্ষিণাঞ্চল থেকে ফেরা যাত্রীদের দেখা গেছে পরিবারের সঙ্গে ঈদের গল্প করতে করতে ঢাকায় পা রাখছেন।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি