হোম > সারা দেশ > ঢাকা

ভিসি কোটা বাতিলসহ ৪ দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি 

জাবির প্রশাসনিক ভবনের সামনে ৪ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভর্তি পরীক্ষায় উপাচার্য (ভিসি) কোটা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।

দাবিগুলো হলো-ভিসি কোটা বাতিল করতে হবে; পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করতে হবে; অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন করতে হবে; ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।

‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ এর ব্যানারে মানববন্ধনে নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আলী বলেন, ‘যাদের টাকা আছে, তারা একটা হ্যালোর মাধ্যমে ভিসি কোটায় ভর্তি হচ্ছে। এটার কোনো দরকার নেই। ভিসি কোটা একটা অযৌক্তিক কোটা, অথর্ব কোটা। আমরা দেখেছি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন পোষ্য কোটায় ভর্তি হয়ে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘তার মতো অসংখ্য শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হয়ে নানা অপকর্ম চালিয়ে গেছে। এটার অবিলম্বে যৌক্তিক সংস্কার করতে হবে। যেখানে বিসিএসের মতো পরীক্ষায় আবেদন ফি ২০০ টাকা, সেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন ফি ৭০০ থেকে ১ হাজার টাকা কোনোভাবেই কাম্য নয়। এ বছরই এটাকে কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করতে হবে।’

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে কোনো ধরনের ভিসি কোটার আইন নেই। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর ছাড়া অন্য কোথাও ভিসি কোটা নেই। পোষ্য কোটায় মাত্র ২৬ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পান। এই কোটার যৌক্তিক সংস্কার করে ন্যূনতম পার্সেন্টেজ মার্ক রাখতে হবে, যাতে অন্তত পাস করে ভর্তির সুযোগ পান।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ