হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেলের টাকা যোগাতে চালক হত্যার পর অটোরিকশা ছিনতাই: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাব। তাঁদের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে পরিকল্পিতভাবে কালামকে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে তাঁরা। 

আজ বৃহস্পতবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব। এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ, সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চারজন হলেন–ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও মানিকগঞ্জের বিশ্বনাথ মনি দাস ওরফে বিশু (২০)। 

নিহত কালাম বিশ্বাসের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে পরিবার নিয়ে সাভারে থেকে রিকশা চালাতেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র‍্যাব জানায়, শান্ত মনি দাস গত ৮ জুন দুপুরে মোটরসাইকেল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর তিনি বিজয় মনি দাস, শ্রীকান্ত কর্মকার ও বিশ্বনাথ মনি দাসের সঙ্গে দেখা করেন। কিন্তু অল্প টাকায় বাইক কেনা সম্ভব নয় বলে তাঁরা অটোরিকশা ছিনতাই করে বিক্রির পরিকল্পনা করেন। 

এরপর তাঁরা পূর্ব পরিচিত কালাম বিশ্বাসের অটোরিকশা ভাড়া নেন। তাঁরা রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা বলে কালামকে অটোরিকশাসহ ধামরাইয়ের কুল্লা এলাকায় নিয়ে যান। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কালামকে মাদক সেবনে বাধ্য করেন। মাদক সেবনের পর কালাম কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়লে তাঁরা অটোরিকশাসহ কালামকে কুল্লা ইউনিয়নের বারিগাঁও এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা কালামের গলায় ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা খড় দিয়ে লাশ ঢেকে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। 

রাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জিয়াউর রহমান চৌধুরী জানান, কালামের লাশ উদ্ধারের পর তাঁর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত ৯ জুন ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে