হোম > সারা দেশ > ঢাকা

শান্তিনগর মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের ঘাতকদের দ্রুত বিচার, নিরাপদ সড়ক এবং হাফ পাসের দাবিতে শান্তিনগর মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টায় ভিকারুননিসা নূন ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান নেয়। 

'মেধা পিষে উন্নতি, চাই না এই প্রগতি', 'পড়তে এসেছি, মরতে নয়', 'রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়', 'সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই', 'উই ওয়ান্ট সেফ রোড', 'উই ওয়ান্ট জাস্টিস' বলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। 

দুপুর ১২টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় উইন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা নটর ডেম কলেজের শিক্ষার্থীদের দেওয়া ছয় দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছে। 

উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষার্থী সালমান ফারসি রাইয়ান বলেন, 'বাসমালিকেরা গরিব হতে পারেন; তবে আমরা যারা বাসে করে স্কুল-কলেজে আসি, তাদের মতোও খারাপ না। আমাদেরও প্রতিদিন কোনোমতে চলতে হয়। বাস ছাড়া প্রতিদিন এভাবে যাতায়াত করাও সম্ভব নয়।' 

ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী ফাইযা ফাইরুজ রিমঝিম বলেন, 'বাসমালিকেরা ভর্তুকি দাবি করতেই পারেন। তাঁরা বলছেন, তাঁরাও আমাদের দাবির সঙ্গে একমত। কিন্তু রাস্তায় আমার ভাই মারা যাচ্ছে কেন? বোন মারা যাচ্ছে কেন? একটা দেশ হচ্ছে শরীর আর তার মাথা হচ্ছে সরকার। মাথা যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুরই সুরাহা হবে না।' 

ভিকারুননিসা নূন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাব সাজদা বলেন, 'গণপরিবহনে নারী শিক্ষার্থী হেনস্তা, প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতারই ফলাফল। শুধু গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, সমাজের মূল থেকে পুরুষতান্ত্রিকতা উপড়ে না ফেললে এর সমাধান সম্ভব নয়।' 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির