হোম > সারা দেশ > ঢাকা

ইভ্যালির রাসেলের মুক্তির দাবিতে বিক্ষোভ, শাহবাগে দাঁড়াতে দিল না পুলিশ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও ঢাবি প্রতিনিধি

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে ইভ্যালির গ্রাহকদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ফের জড়ো হতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের একাংশকে কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে পিছু হটিয়ে দেয়। 

এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গ্রেপ্তারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হন ইভ্যালির গ্রাহকেরা। প্রথমে তাঁরা শাহবাগের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হন। তাঁরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের পাশাপাশি ইভ্যালির কয়েকজন কর্মীকেও এ বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। 

বিক্ষোভকারীরা জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভ্যালির এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন। এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে। তাঁর হাতে আরও পাঁচ মাস সময় ছিল। এর আগেই তাঁকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

বিক্ষোভে অংশ নেওয়া উসমান গনি নামের একজন বলেন, ‘আমার টাকার জন্য আমি অপেক্ষা করতে পারলে পুলিশের সমস্যা কী? আমার টাকা রাসেল ভাই দেবে, পুলিশ তো আর দেবে না।’ 

বিক্ষোভে অংশ নেওয়া ফাহাদ নামের আরেকজন বলেন, ‘আমার কোনো টাকা পাওনা নেই। তবু আমি এসেছি। কারণ, আমি ইভ্যালি থেকে সস্তায় অনেক পণ্য কিনেছি। অন্য কোথাও আমি এটা পেতাম না। তাই আমি রাসেলের মুক্তি চাইতে এসেছি৷’ 

একজন বিনিয়োগকারী জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে। আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি, তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’ 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁরা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছি কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা করছিল। তাই আমরা তাঁদের সরিয়ে দিয়েছি।’ 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব।    

 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট