নরসিংদীতে লকডাউন অমান্য করার কারণে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪৮টি মামলায় ৮২ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধিনিষেধ বাস্তবায়নে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অভিযান পরিচালনা করেন। এ সময় বিধিনিষেধ অমান্য করায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ৪৮টি মামলায় ৮২ হাজার ৩০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।