হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ভাটারায় ভিক্টর পরিবহনের বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন তাঁর সহপাঠীরা। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে দক্ষিণখান আশিয়ান সিটির নর্দান বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা ফুটওভারব্রিজ-সংলগ্ন এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন তাঁরা। 

জানা গেছে, মহাসড়ক অবরোধকালে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে বেলা ১টার দিকে কালার রেলগেট এলাকায় গিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। 

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেন তাঁর সহপাঠীরা। এরই মধ্যে ওই বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরও শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। 

এ বিষয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইউনূছ মিয়া আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের টঙ্গী থেকে কাওলা পর্যন্ত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী উড়ালসড়ক থেকে কাওলা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

উল্লেখ্য, গতকাল রোববার বেলা ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর পরিবহনের বাসচাপায় ওই শিক্ষার্থী নিহত হন।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ