হোম > সারা দেশ > ঢাকা

কর্মদিবসে রাজধানীতে সভা–সমাবেশ না করতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মদিবসে রাজধানীতে সভা–সমাবেশ না করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বিএনপি ও আওয়ামী লীগসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়।

আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী নূরে আলম উজ্জ্বল এ নোটিশ পাঠান। 

নোটিশে বলা হয়, ঢাকায় একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। এ ছাড়া একই দিন কাছাকাছি স্থানে দুটি বড় রাজনৈতিক দল কর্মসূচি দিলে নগরজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। 

তথ্য–প্রযুক্তির এই যুগে জনগণকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের নীতি–পরিকল্পনা জানাতে ঘন ঘন রাস্তা বন্ধ করে সমাবেশ করার প্রয়োজন নেই। তারা রাষ্ট্রীয় ও বেসরকারি সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করতে পারে। 

এতে আরও বলা হয়, যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ে দেশের সামগ্রীক অর্থনীতিতে। এ অবস্থায় রাজনৈতিক সব দলকে সাপ্তাহিক ছুটির দিনে অথবা অন্যান্য সরকারি ছুটির দিনে সভা–সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। আর সমাবেশ ঢাকার বাইরে–টঙ্গীর ইজতেমা ময়দান, ফতুল্লা বা গোলাপবাগ মাঠে করার অনুমতি দিতে পুলিশকে পরামর্শ দেওয়া হয় নোটিশে।

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল