হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসার জন্য ঢাকায় এসে ময়লার গাড়ির চাপায় মারা গেলেন নাজমা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাজমা বেগম (৪৬)। আজ শনিবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস লাল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত নাজমা বেগমের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিনের পাখিয়া গ্রামে। স্বামী মৃত ইউনুছ মিয়া। 

নাজমা বেগমের ছেলে আব্দুল মমিন জানান, তাঁর মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে লঞ্চে করে ভোরে ঢাকার সদরঘাটে নামেন। সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ভাঙ্গাপ্রেস এলাকায় এলে তাঁদের রিকশাটা ম্যানহোলের খোলা ঢাকনার সঙ্গে ধাক্কা লাগে। তখন রিকশা থেকে ছিটকে পড়ে যান তাঁর মা। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গাপ্রেস এলাকায় ব্যাটারিচালিত রিকশাটি ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে যান ওই নারী। তখন অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এলাকার লোকজনের কাছে থেকে জানা গেছে, সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন ওই নারী। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। 

এসআই আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট