হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসার জন্য ঢাকায় এসে ময়লার গাড়ির চাপায় মারা গেলেন নাজমা

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম নাজমা বেগম (৪৬)। আজ শনিবার সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস লাল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত নাজমা বেগমের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিনের পাখিয়া গ্রামে। স্বামী মৃত ইউনুছ মিয়া। 

নাজমা বেগমের ছেলে আব্দুল মমিন জানান, তাঁর মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাড়ি থেকে লঞ্চে করে ভোরে ঢাকার সদরঘাটে নামেন। সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ভাঙ্গাপ্রেস এলাকায় এলে তাঁদের রিকশাটা ম্যানহোলের খোলা ঢাকনার সঙ্গে ধাক্কা লাগে। তখন রিকশা থেকে ছিটকে পড়ে যান তাঁর মা। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গাপ্রেস এলাকায় ব্যাটারিচালিত রিকশাটি ম্যানহোলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে যান ওই নারী। তখন অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে এলাকার লোকজনের কাছে থেকে জানা গেছে, সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন ওই নারী। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। 

এসআই আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা