হোম > সারা দেশ > ঢাকা

কাজী নাবিল পরিবারের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদ, তাঁর মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরও ৪০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানা গেছে। আদালতে দুদকের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন।

অবরুদ্ধের আদেশ দেওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১টি, কাজী আনিস আহমেদের ২০টি, কাজী ইনাম আহমেদের ১০টি, আমিনা আহমেদের ২৫টি ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, কাজী নাবিল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানে দুদক জানতে পেরেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ব্যাংক হিসাব থেকে অন্যত্র অর্থ স্থানান্তর ও হস্তান্তর করতে পারেন। তাঁরা যাতে এসব অস্থাবর সম্পদ হস্তান্তর ও স্থানান্তর বা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারেন, তাই অবরুদ্ধকরণ (ফ্রিজ) আবশ্যক।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ এবং তাঁদের মা কাজী আমিনা আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন