অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগ।
দুদক জানায়, মামলায় ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ডিএসসিসির সাবেক এই কর্মকর্তা গত বছরের ৬ জুন দুদকে সম্পদ বিবরণীর তথ্য জমা দেন। এ সময় তিনি স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের মালিক বলে উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে ২ কোটি ১৭ লাখ ২ হাজার টাকা মূল্যের সম্পদ, যার মধ্যে ৪৩ লাখ টাকারও বেশি পরিমাণ মূল্যের সম্পদ ইউসুফ আলী সরদার গোপন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি ডিএসসিসির এই কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। এর আগে ২০২০ সালের ১৭ মে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুর্নীতির বিভিন্ন অভিযোগে ইউসুফ আলী সরদারসহ দুজনকে চাকরিচ্যুত করেন।