হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (২৩) নামের আরও একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বেলা সোয়া  ২টার দিকে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যু বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। 

 ডা. সামন্ত লাল সেন বলেন, রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। তাঁকে প্রথমে এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তাঁর শরীরে কাটাছেঁড়ার ক্ষতও ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হলো। 

ডা. সামন্ত লাল আরও বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কালু নামে একজন এবং ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। আজ জাফর আলীকে (৬১) ছুটি দেওয়া হয়েছে। 

রাসেলের চাচা মানারুল হক জানান, রাসেলের বাবার নাম জসিম উদ্দিন। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁও গ্রামে। থাকতেন মগবাজারের একটি মেসে। ঠাকুরগাঁওয়ের একটি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি। করোনার কারণে দুর্ঘটনার এক সপ্তাহ আগেই তিনি মগবাজারের বেঙ্গল মিটে বিক্রয়কর্মীর চাকরি নেন। 

 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব