হোম > সারা দেশ > ঢাকা

‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’-এ আক্রান্ত পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্র নায়িকা পরীমণি  ভার্টিগো এবং প্যানিক অ্যাটাক রোগে আক্রান্ত বলে জামিন শুনানির সময় দাবি করেন তাঁর আইনজীবী। ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে আজ শুক্রবার শুনানির সময় এই দাবি করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমণির  জামিন আবেদনে তাঁর আইনজীবী মজিবুর রহমান বলেন, ‘চিকিৎসার স্বার্থে’ পরীমণির  জামিন দেওয়া প্রয়োজন। 

আইনজীবী লিখিত আবেদন উল্লেখ করেন, পরীমণি  ‘ভারটিগো’ (ঘূর্ণিরোগ) এবং ‘প্যানিক অ্যাটাক’-এর রোগী। তিনি দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে (হেফাজতে) অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছেন। 

আইনজীবী আদালতে বলেন, পরীমণি ও তাঁর সহযোগীকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে সুনির্দিষ্ট কোনো  তথ্য পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড রিপোর্টে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে কি তথ্য পাওয়া গেছে তা উল্লেখ নেই। 

আইনজীবী আদালতে আরও বলেন, এই মামলা একটি ষড়যন্ত্রমূলক মামলা। তার বাসায় কোনো  মাদক দ্রব্য পাওয়া যায়নি। আসামি পরীমণি একজন প্রথম সারির চিত্রনায়িকা। তিনি ‘ফোর্বস ম্যাগাজিন’ ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের ১০০ জনের মধ্যে আসামির নাম রয়েছে। যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গৌরবজনক। আসামি জেলহাজতে আটক থাকলে চলচ্চিত্রের অঙ্গনের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে যে চুক্তি হয়েছে তা ভঙ্গেরও সম্ভাবনা রয়েছে। 

আইনজীবী বলেন, পরীমণির বাসায় অভিযান পরিচালনার সময় দ্য আর্মড পুলিশ ব্যাটেলিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯ এর ৬ এবং ৬এ ধারায় লঙ্ঘন করে অভিযান পরিচালনা করা হয়। যার ফলে একটি ভিত্তিহীন মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। তাই তিনি জামিন পেতে পারেন। 
 আইনজীবী মজিবুর রহমান দাবি করেন, আসামি পরীমণি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। জামিন দেওয়া হলে তিনি তো পালাবেন না। উপযুক্ত জামিনদার দেওয়া হবে। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, পরীমণির বাসায় মাদকদ্রব্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জামিন পেলে এই মামলার সাক্ষীদের কে তিনি প্রভাবিত করতে পারেন। এতে তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। পরীমণি  পালিয়ে যেতে পারেন বলেও তদন্ত কর্মকর্তা আশঙ্কা করেছেন। এই অবস্থায় তার জামিনের ঘোর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। 

পিপি আরও বলেন, তিনি নায়িকা হয়েছেন সে জন্য জামিন পাবেন তা হয় না। কারণ আইন সবার জন্য সমান। এল এস ডি ও আইসের মতো মাদক ও তার বাসায় পাওয়া গেছে। তাই তিনি জামিন পেতে পারেন না। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর