হোম > সারা দেশ > ঢাকা

সেতুর রেলিং যেন বৈদ্যুতের খুঁটি, দুর্ঘটনার শঙ্কা 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে নির্মিত সেতুর রেলিং ব্যবহার করে বৈদ্যুতিক তার টানা হয়েছে। বিদ্যুতের তার টানতে সেতুর রেলিংকে খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ৪৮০ মিটার দৈর্ঘ্যের এ সেতুই এখন বৈদ্যুতিক খুঁটিতে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারী ও স্থানীয়রা। দ্রুত এখান থেকে তার অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালুচর ইউনিয়নের সাপেরচর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর একপাশে বালুচর ও অপর প্রান্তে রয়েছে মোল্লারহাট গ্রাম। আর এ সেতুর পূর্বপাশের রেলিং ব্যবহার করে চলে গেছে বিদ্যুতের তার। 

চর বালুচর গ্রামের বাসিন্দা আলম মিয়া জানান, উপজেলার বালুচর ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এ সেতুর ওপর দিয়ে ঢাকায় যাতায়াত করেন। অথচ সেতুর রেলিংয়ে লোহার ক্যাপ লাগিয়ে বিদ্যুতের তার টানা হয়েছে। এতে পুরো সেতুই এখন বৈদ্যুতিক খুঁটিতে পরিণত হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অটোরিকশা চালক হোসেন মিয়া বলেন, রেলিংয়ের সঙ্গে বৈদ্যুতিক তার টানায় কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া রেলিংয়ে হাত রেখেই অনেকে শিশুরা চলাফেরা করে।

এদিকে ধলেশ্বরী নদীর ওপর ওই সেতু নির্মাণকাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০১০-১১ অর্থ-বছরে ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে এ সেতু তৈরি করা হয়। অথচ খোদ এলজিইডি কর্তৃপক্ষের জানা নেই সেতুতে টানা বৈদ্যুতের তারের তথ্য। 

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, সেতুতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন রয়েছে, তা আমার জানা নেই। যদি ঘটনা সত্য হয় তাহলে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

পল্লী বিদ্যুৎ সিরাজদিখান আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান, শিগগিরই আমরা বিদ্যুৎ তার সরিয়ে ফেলব। বিকল্প সঞ্চালন লাইন করা হয়েছে। 

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম (কারিগরি) মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, খুব শিগগিরই সেতু থেকে বিদ্যুতের তার সরিয়ে নেওয়া হবে। 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার