হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কলাবাগানের একটি হোটেলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেলে সাব্বির হোসেন (২৬) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আজ শুক্রবার ভোরে অচেতন অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, খবর পেয়ে মধ্যরাতে স্কয়ার হাসপাতাল থেকে সাব্বিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, স্কয়ার হাসপাতালের বিপরীত পাশের একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

হাসপাতালে মৃত সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বির পরিবারের সঙ্গে কলাবাগানের শুক্রাবাদ এলাকায় থাকতেন। তেমন কিছুই করতেন না তিনি। 

রায়হান আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান সাব্বির তাঁর মেয়েবন্ধু মারুফা আক্তারসহ স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। মারুফা হোটেলে থাকা অবস্থায়ই গলায় ফাঁস দেন সাব্বির। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। 

তবে কে বা কারা সাব্বিরকে স্কয়ার হাসপাতালে নিয়েছে তা জানেন না রায়হান। তিনি জানান, তিনি স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার