হোম > সারা দেশ > ঢাকা

হুইলচেয়ারে বসে অটোচালকের স্মৃতিসৌধ দেখার স্বপ্ন পূরণ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বছরখানেক আগে দুর্ঘটনায় চলাচলের ক্ষমতা হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেল মিয়া (২৭)। এরপর থেকেই সঙ্গী হুইলচেয়ার। আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন এভাবে পূরণ হবে তা কখনো ভাবেননি তিনি। 

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা মেলে তার। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন হুইলচেয়ারে বসে পূরণ হলেও আনন্দে ভাটা পড়েনি একটুও। 

গত চার মাস ধরে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন। এর আগে কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন রাসেল। গত বছরের রমজান মাসে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে আহত হন তিনি। এরপর থেকেই শরীরের নিচের ভাগে কোন শক্তি পান না। 

রাসেল মিয়ার বাবা আবুল কাশেম পেশায় কৃষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে নিয়ে চার মাস ধরে সিআরপিতে আছি। আজকে সিআরপির অন্যদের সঙ্গে স্মৃতিসৌধে আসার সুযোগ হয়েছে। ছেলের জন্য তো কষ্ট লাগেই। ছেলে দিন দিন সুস্থ হয়ে উঠছে। এটাই আমার আনন্দ।’ 

রাসেল মিয়া বলেন, ‘গত বছর ঝড়ে গাছ ভেঙে পড়ে আমার সিএনজির ওপর। এরপর থেকে বুকের নিচ থেকে পা পর্যন্ত অবশ। ছোটবেলায় স্মৃতিসৌধ দেখতাম টিভিতে। ইচ্ছা ছিল সামনাসামনি দেখার। কিন্তু সেই স্মৃতিসৌধ যে হুইলচেয়ারে বসে দেখতে হবে ভাবিনি কোনো দিন। হেঁটে আসলাম না, কিন্তু আসলাম হুইলচেয়ারে। তাও আমার ভালোই লাগছে। আজকে সবাই একসঙ্গে ফুল দিলাম, শহীদদের শ্রদ্ধা জানালাম এই দিন ভুলব না কখনো।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ