হোম > সারা দেশ > ঢাকা

হুইলচেয়ারে বসে অটোচালকের স্মৃতিসৌধ দেখার স্বপ্ন পূরণ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বছরখানেক আগে দুর্ঘটনায় চলাচলের ক্ষমতা হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেল মিয়া (২৭)। এরপর থেকেই সঙ্গী হুইলচেয়ার। আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন এভাবে পূরণ হবে তা কখনো ভাবেননি তিনি। 

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা মেলে তার। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন হুইলচেয়ারে বসে পূরণ হলেও আনন্দে ভাটা পড়েনি একটুও। 

গত চার মাস ধরে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন। এর আগে কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন রাসেল। গত বছরের রমজান মাসে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে আহত হন তিনি। এরপর থেকেই শরীরের নিচের ভাগে কোন শক্তি পান না। 

রাসেল মিয়ার বাবা আবুল কাশেম পেশায় কৃষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে নিয়ে চার মাস ধরে সিআরপিতে আছি। আজকে সিআরপির অন্যদের সঙ্গে স্মৃতিসৌধে আসার সুযোগ হয়েছে। ছেলের জন্য তো কষ্ট লাগেই। ছেলে দিন দিন সুস্থ হয়ে উঠছে। এটাই আমার আনন্দ।’ 

রাসেল মিয়া বলেন, ‘গত বছর ঝড়ে গাছ ভেঙে পড়ে আমার সিএনজির ওপর। এরপর থেকে বুকের নিচ থেকে পা পর্যন্ত অবশ। ছোটবেলায় স্মৃতিসৌধ দেখতাম টিভিতে। ইচ্ছা ছিল সামনাসামনি দেখার। কিন্তু সেই স্মৃতিসৌধ যে হুইলচেয়ারে বসে দেখতে হবে ভাবিনি কোনো দিন। হেঁটে আসলাম না, কিন্তু আসলাম হুইলচেয়ারে। তাও আমার ভালোই লাগছে। আজকে সবাই একসঙ্গে ফুল দিলাম, শহীদদের শ্রদ্ধা জানালাম এই দিন ভুলব না কখনো।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ