হোম > সারা দেশ > ঢাকা

হুইলচেয়ারে বসে অটোচালকের স্মৃতিসৌধ দেখার স্বপ্ন পূরণ 

সাভার (ঢাকা) প্রতিনিধি

বছরখানেক আগে দুর্ঘটনায় চলাচলের ক্ষমতা হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেল মিয়া (২৭)। এরপর থেকেই সঙ্গী হুইলচেয়ার। আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে এসেছেন তিনি। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন এভাবে পূরণ হবে তা কখনো ভাবেননি তিনি। 

সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা মেলে তার। স্মৃতিসৌধ দেখার স্বপ্ন হুইলচেয়ারে বসে পূরণ হলেও আনন্দে ভাটা পড়েনি একটুও। 

গত চার মাস ধরে তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিচ্ছেন। এর আগে কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন রাসেল। গত বছরের রমজান মাসে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে আহত হন তিনি। এরপর থেকেই শরীরের নিচের ভাগে কোন শক্তি পান না। 

রাসেল মিয়ার বাবা আবুল কাশেম পেশায় কৃষক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেকে নিয়ে চার মাস ধরে সিআরপিতে আছি। আজকে সিআরপির অন্যদের সঙ্গে স্মৃতিসৌধে আসার সুযোগ হয়েছে। ছেলের জন্য তো কষ্ট লাগেই। ছেলে দিন দিন সুস্থ হয়ে উঠছে। এটাই আমার আনন্দ।’ 

রাসেল মিয়া বলেন, ‘গত বছর ঝড়ে গাছ ভেঙে পড়ে আমার সিএনজির ওপর। এরপর থেকে বুকের নিচ থেকে পা পর্যন্ত অবশ। ছোটবেলায় স্মৃতিসৌধ দেখতাম টিভিতে। ইচ্ছা ছিল সামনাসামনি দেখার। কিন্তু সেই স্মৃতিসৌধ যে হুইলচেয়ারে বসে দেখতে হবে ভাবিনি কোনো দিন। হেঁটে আসলাম না, কিন্তু আসলাম হুইলচেয়ারে। তাও আমার ভালোই লাগছে। আজকে সবাই একসঙ্গে ফুল দিলাম, শহীদদের শ্রদ্ধা জানালাম এই দিন ভুলব না কখনো।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’