হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা লিট ফেস্ট শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশি-বিদেশি সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলার উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ শুরু হবে আগামী ৫ জানুয়ারি, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নেবেন দেশি-বিদেশি পাঁচ শতাধিক কবি-সাহিত্যিক এবং বিভিন্ন পেশার বিশিষ্টজন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। চার দিনব্যাপী এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছেন তিন পরিচালক সাদাফ সায, আহসান আকবার এবং ড. কাজী আনিস আহমেদ। 

সংবাদ সম্মেলনে পরিচালক সাদাফ সায জানান, আগামী ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজন। করোনা মহামারির কারণে গত তিন বছর এই উৎসব করা সম্ভব হয়নি।

সাদাফ সায বলেন, দশম আয়োজনে থাকছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিভিন্ন পুরস্কার বিজয়ী বক্তারা। তাঁদের মধ্যে আছেন বুকার ও ইন্টারন্যাশনাল বুকার, নিউস্ট্যান্ড ইন্টারন্যাশনাল, পেন/পিন্টার, প্রি মেডিচি, অস্কার অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালবার্ট মেডেল, ওয়াটারস্টোনস চিলড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা। 

লিট ফেস্টের আরেক সহপরিচালক ড. কাজী আনিস আহমেদ বলেন, ‘আমরা লিট ফেস্টকে দেখি ফেস্টিভ্যাল অব আইডিয়া হিসেবে। যদিও এখানে সাহিত্য একটি মুখ্য বিষয়।’

টিকিটের ব্যবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাজী আনিস আহমেদ বলেন, ‘এবারই আমরা টিকিটের ব্যবস্থা চালু করেছি। আসলে পৃথিবীর সব উৎসবে টিকিটের ব্যবস্থা রয়েছে। আর আয়োজনকে সাসটেইনেবল করতে অর্থের প্রয়োজন। আর আমরা কিন্তু সব উৎসবে টিকিট কেটেই অংশগ্রহণ করি।’ 

অপর সহপরিচালক আহসান আকবার বলেন, ‘করোনা মহামারির কথা মাথায় রেখে আমরা এবার সারাহ গিলবার্টকে নিয়ে আসছি। আগামী দিনে মহামারি যেন না আসে, সে জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের আরেকটা ভ্যাকসিন যেন না লাগে, সুস্থ থাকতে কী খাওয়া উচিত সে জন্য চিকিৎসক, শেফদের আমরা এই আয়োজনে যুক্ত করেছি।’ 

আয়োজনের অন্যতম স্পনসর সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, ‘২০১৫ সালে এ আয়োজনে আমরা স্পনসর করেছিলাম। ২০১৯ সালেও আমরা ছিলাম। আমি অনুরোধ করেছিলাম প্রাণ-প্রকৃতি নিয়ে সেশন রাখতে এবং তাঁরা রেখেছেন। এ জন্য আয়োজনকে ধন্যবাদ জানাই।’ 

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন। এর মধ্য রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির সেশন, শিশু ও তরুণদের জন্য আকর্ষণীয় আয়োজন, চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য, সংগীত এবং সাংস্কৃতিক পরিবেশনা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন